বৈশাখের রং

শরণংকর বড়ুয়া | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

বৈশাখের আগমন যেমন বাংলার নতুন স্বপ্ন জেগে ওঠে, তেমনি আমাদের জীবনে জেগে ওঠে নতুন আশা ভরসা ও নতুন স্বপ্ন কল্পনা। মা মাটি ও মানুষের হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতি ছোঁয়া। জীর্ণ পুরাতন ও অশুভকে পিছনে ঠেলে নতুনকে বরণ করার দিন। বৈশাখী যা বাংলার অতি প্রাচীন উৎসব। দেশীয় নাচ গান নাটক কবিতা র‌্যালী বৈশাখী মেলা পসরা সাজাতে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আয়োজন। বৈশাখ নিষ্প্রাণ জড়তা বুকে জাগে তীব্রগতি দুরন্ত ঝড়। বৈশাখের রং ও আবহে তৈরী সকল বয়সীর হরেক রকম পোশাকের সমাহার এর সাথে জড়িত বাংলা ও বাঙালির নানা উৎসব পার্বণের সম্পর্ক। বৈশাখের আনন্দ এখন দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের এই সংস্কৃতি বিশ্বের যে কোন জাতি সত্তার চেয়ে আলাদা। নগর গ্রাম পাহাড় সমতল প্রতিটি জায়গায় এ দোলা অনুভব হচ্ছে। সমগ্র আবহে প্রতিফলিত হয় আমাদের স্বতন্ত্র কৃষ্টি ও সংস্কৃতি। সবার মধ্যে জাগ্রত হচ্ছে পুরাতনকে পিছু টেনে নতুনে অবগাহন করে সত্য সুন্দরের আহ্বান।

পূর্ববর্তী নিবন্ধপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়া উচিত
পরবর্তী নিবন্ধদিন দিন তাপপ্রবাহ বাড়ার কারণ কী