বৈলতলীতে নিশ্চলানন্দের তিরোধান উৎসব পালিত

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের বৈলতলী গ্রামে সুভাষানন্দ অবধুতজীর সভাপতিত্বে সনাতনী ধর্মসভা গত সোমবার স্বামী নিশ্চলানন্দ অবধূতের ৮২তম তিরোধান দিবস নিশ্চল মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবতী, এস এম সায়েম, দেবপ্রসাদ দাস, মো. শহীদুল আলম, ললিত মহাজন, জগদিস বড়ুয়া। আলোচনা শেষে ভক্তিগীতি পরিবেশন করেন মানিক ব্রহ্মচারী, শ্যামল ব্রহ্মচারী অবধুত সেঁজুত দাস, সুকান্তাদেব (মন্টি) ও অনান্যারা। পরিশেষে পুরস্কার বিতরণ, প্রসাদ বিতরণ ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোস্টনে বাংলাদেশ লিটারেচার ও কালচারাল সোসাইটির একুশ উদযাপন
পরবর্তী নিবন্ধপোশাকশিল্পের অগ্রযাত্রা ধরে রাখতে ফোরাম প্যানেলে ভোট দিন