করোনাকালে শিক্ষাব্যবস্থাকে বাঁচিয়ে রাখা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপর বর্ধিত কর আরোপ শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেবে। করোনা মহামারীতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে ইতোমধ্যে দেশে কতিপয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকানা হস্তান্তরিত হয়েছে। অনেক শিক্ষক-কর্মকর্তার চাকরি চলে গেছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেতন কমিয়ে দেয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়ে রাখতে প্রণোদনা না দিয়ে বরং এর উপর কর আরোপ কর্পোরেট চিন্তা চেতনার বহিঃপ্রকাশ যা সংবিধান, জাতীয় শিক্ষানীতি ও ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।
এই বর্ধিত কর নিঃসন্দেহে শিক্ষার্থীদের উপর আরোপিত হবে। কারণ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ের এই বর্ধিত কর প্রদান করার সামর্থ্য নেই। মনে রাখতে হবে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাই উচ্চবিত্ত বা ধনী পরিবারের সন্তান নয়। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়সহ কতিপয় বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তানেরা লেখাপড়া করে। সদাশয় সরকারের সংশ্লিষ্টদের নিকট আবেদন বিষয়টি পুনর্বিবেচনা করুন, অন্যথায় শিক্ষাব্যবস্থা বিপর্যয়ের মধ্যে পড়বে।
প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।