বেশি দাম নেয়ায় কুটুমবাড়ী রেস্তোরাঁকে জরিমানা

আজাদী অনলাইন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:৩৬ অপরাহ্ণ

মূল্য তালিকার চেয়ে বেশি দামে খাদ্যপণ্য বিক্রি করায় কুটুমবাড়ী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা সহ সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ সোমবার (২৮ অক্টোবর) একজন ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ জরিমানা করা হয়।
অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলানিউজ
তিনি বলেন, “নিয়মিত বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ দুধ রাখায় বাঘঘোনা বাজারের সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানাসহ মেয়াদোত্তীর্ণ দুধ ধ্বংস করা হয়।”
লালখান বাজার হাইলেভেল রোডের লাইফকেয়ার মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ওষুধ রাখায় ৫ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত ওষুধ ধ্বংস করা হয়।
নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বন্দর মেইন মার্কেটের বাহার সওদাগরের দোকানকে ১ হাজার টাকা, তাজু সওদাগরের দোকানকে ১ হাজার টাকা এবং ইউসুফ সওদাগরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইপিজেড বাজারের পাইকারি বিক্রেতা আল জিলানি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করে নিত্যপণ্য বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এপিবিএন-৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে টিসিবি’র ২০টি ট্রাকে হ্রাসকৃত মূল্যে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়।
জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় প্রতারক সাহেদের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধচুক্তি বহির্ভূত চেয়ার-টেবিল অপসারণ করল চসিক