পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। গতকাল রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন। ৪৮ আরোহী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। খবর বিডিনিউজের।
লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম বলেন, গতির কারণে, লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় কোচটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, পরে তাতে আগুনও ধরে যায়। এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
নিহতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা আনজুমের। পাকিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা বিরল নয়। দেশটিতে অনেকেই ট্রাফিক আইন মেনে চলে না, দুর্গম এলাকার অনেক রাস্তাঘাটের অবস্থাও বেহাল। গত বছরের জুনেও বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ভ্যান গভীর খাদে পড়ে এক পরিবারের ৯ জনসহ ২২ জনের মৃত্যু হয়েছিল।