বেতাগীতে বন্ধ সেচ প্রকল্পের পুনঃচালু করণের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রচেষ্টায় উপজেলার বেতাগী ইউনিয়নে দীর্ঘ ১০১২ বছর ধরে বন্ধ থাকা ১০টি সেচ প্রকল্পের (স্কীম) পুনঃ চালু করণের উদ্বোধন করা হয়। গোলাম বেপারী হাট বাজার প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিক আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা কৃষক লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা। বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউপির সাবেক চেয়ারম্যান নূর কুতুবুল আলম, পৌরসভা কৃষক লীগের সদস্য সচিব মনছুর উদ্দিন, উপজেলা কৃষক লীগের সদস্য আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার শামসুল আলম, সাইফুল হক চৌধুরী নেছার, আহমদ ছৈয়দ, মোহাম্মদ জসিম প্রমুখ। এই সেচ প্রকল্প পুনরায় চালু হওয়ায় চাষাবাদের আওতায় আসবে ৩০০ একর কৃষি জমি। এতে উপকৃত হবে ইউনিয়নের এক হাজারের অধিক কৃষক।

পূর্ববর্তী নিবন্ধ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিবি অনুমোদন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার উত্তর পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় সালানা জলসা