জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে নগরের ৩১নং আরকরণ, ১৮নং পূর্ব বাকলিয়া ও ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে পৃথক গণমিছিল করেছে ওয়ার্ড বিএনপি। আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুরাতন রেল স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্টেশন রোড হয়ে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পূর্ব বাকলিয়া বিএনপির উদ্যোগে কালামিয়া বাজার থেকে শুরু হয়ে আব্দুল লতিফ হাট, সাবান ফ্যাক্টরি, চেয়ারম্যান ঘাটা, ওয়েজর পাড়া হয়ে বলিরহাটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। এছাড়া দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের মিছিলটি কলসি দিঘী ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে ওয়াসিল চৌধুরী পাড়া, এয়ারপোর্ট রোড, সল্টগোলা রেল ক্রসিং, নিশ্চিন্ত পাড়া হয়ে দুই নম্বর সাইট শাহ আমানত স্কুলের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ।
আলকরণ ওয়ার্ড : আলকরণ ওয়ার্ড বিএনপি’র মিছিলোত্তর সমাবেশে মো. শাহজাহান বলেন, আওয়ামী সিন্ডিকেটের কাছে দেশবাসী আজকে অসহায়। আওয়ামী লুটপাটের রাজ্যে একমাত্র তাদের লুটপাটকারী ছাড়া আর কেউ ভালো নাই। সমাবেশে প্রধান বক্তা নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে তা দেশের মানুষ পূরণ হতে দিবে না। বেগম জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. জসিম মিয়ার সভাপতিতে ও মোঃ সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, আনোয়ার হোসেন. আবুল কালাম, আব্দুস শুক্কুর, মোঃ রিয়াদ, মোহাম্মদ সালেহ আহমদ, আকরাম খান।
পূর্ব বাকলিয়া ওয়ার্ড : পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমআই চৌধুরী মামুন, হাসেম সওদাগর, মো. শাহজাহান, আলী ইউসুফ, মো. ইউসুফ, মো. আলমগীর, হাজী আইয়ুব, আলী আজগর ও মো. ইলিয়াস।
দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড : দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপি’র উদ্যেগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেন, সরকার জনগণের কোটি টাকা টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। নিদারুণ কষ্ট ও অস্থিরতার মধ্যে সাধারণ মানুষ দিন যাপন করছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী মো. সালাউদ্দীন, আলম বাচ্ছু, হাজী মো. হোসেন, নেজাম উদ্দিন, মো. সালাউদ্দীন, মো. ইলিয়াছ, হাজী মো. রফিক, মো. তাজ উদ্দিন ও ফারুক আহম্মেদ।












