বেংগুরা স্টেশনে কক্সবাজার স্পেশাল ট্রেনের যাত্রা বিরতির দাবি

বিভাগীয় ব্যবস্থাপকের সঙ্গে যাত্রী কল্যাণ পরিষদের মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামদোহাজারীকক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে চট্টগ্রাম ডিআরএম দপ্তরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ সাইফুল ইসলাম ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী গোমদণ্ডী/বেংগুরা স্টেশনে কক্সবাজার স্পেশাল ট্রেনের যাত্রা বিরতির জন্য স্মারকলিপি প্রদান করা হয়। এতে ওয়ার্কিং টাইম টেবিল নম্বর ৫৩ অনুযায়ী দোহাজারী কমিউটার ১ ও ২ নম্বর ট্রেন চালুকরণের দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মোহাম্মদ ইমরান বলেন, প্রতিটি উপজেলায় যাত্রা বিরতি থাকে মতো একটি ট্রেন আগামী তিন মাসের মধ্যে চট্টগ্রামকক্সবাজার লাইনে চালু করা হবে। চিফ অপারেটিং সুপারটেনডেন্ট (সিওপিএস) মো. শহিদুল ইসলাম বলেন, বর্তমানে রেক, ইঞ্জিন ও ক্রু চাহিদার তুলনায় কম। তাই চাহিদা পূরণ হওয়া মাত্রই নতুন ট্রেন চালু করার ব্যবস্থা নেওয়া হবে। চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) মো. মাহবুবুর রহমান বলেন, ট্রেন চালুকরণ বিভাগসমূহ সমন্বয় করে নতুন ট্রেন চালু করলে আমাদের বাণিজ্যিক রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আমিও চাই চট্টগ্রামকক্সবাজার লাইনে নতুন ট্রেন চালু করা হোক। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামদোহাজারীকক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন, কামাল উদদীন, নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক মো. আবদুল মালেক, সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী, সিনিয়র সহ সভাপতি ফারুকুর রহমান বিনজু, সৈয়দ মিয়া হাসান, সহ সভাপতি মদন দে, নিজাম উদদীন, নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম, অর্থ সম্পাদক মো. মোসলেম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিদেশ প্রত্যাগত কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনঃএকত্রীকরণে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রামের ’৭৫ পরবর্তী ছাত্রলীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ