সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্যোগে আক্রান্ত ১ লাখ ২০ হাজার মানুষকে নগদ অর্থ, খাদ্য, পানীয়, ওষুধ বিতরণসহ গৃহনির্মাণ সামগ্রী প্রদান করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এছাড়া ঈদুল আজহার পর এ অঞ্চলের বিশ হাজার পরিবারের মধ্যে ২০ টন কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন যুগ্ম মহাসচিব ও মানবিক সহায়তা টিমের প্রধান সমন্বয়কারী অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাদের সাহসী মানবিক সেবায় আস্থা থাকার কারণে সিএমপি কমিশনারের পক্ষ থেকে সাড়ে তিন টন চাল এবং নগদ এক লাখ টাকা অনুদান দিয়ে গাউসিয়া কমিটির ত্রাণ কার্যক্রমে সহায়তা দেওয়া হয়।
আমরা বন্যা দুর্গত বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকায় রান্না করা খাবার, শুকনা খাবার, চাল, ডাল, তেল, চিড়া, বিস্কুটসহ নানা ধরনের খাবার, ওষুধপত্র, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নতুন-পুরাতন কাপড়-চোপড়সহ নানা প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছি। অন্তত এক লাখ বিশ হাজার মানুষকে আমরা এ সময় সহায়তা দিতে সক্ষম হয়েছি। ঈদুল আজহার পরে গতকাল আমরা এনেছি ২০ টন কোরবানির মাংস এনেছি বিতরণের জন্য। মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জের দুর্গত মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে গতকাল থেকে এবং আজও দেওয়া হবে সিলেট সুনামগঞ্জের বিভিন্নস্থানে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মৌলানা মুনির উদ্দিন সোহেল, কেন্দ্রীয় মানবিক টিম সদস্য আহসান হাবিব চৌধুরী হাসান, এরশাদ খতিবী, মাওলানা সালামত আলী, মুহাম্মদ ইলিয়াস, কাজী নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন, শহীদুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট বিলাল আহমদ, মোহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন।












