বৃষ্টি নামুক

নিতু চক্রবর্তী | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

বৃষ্টি নামুক বনেবাদাড়ে

বৃষ্টি নামুক নগরে

বৃষ্টির জল গড়িয়ে পড়ুক

নদী থেকে সাগরে

বৃষ্টি পড়ুক কলমিলতায়

গাছগাছালির লতাপাতায়,

বৃষ্টি পড়ুক নয়নতারায়

হাস্নাহেনার শাখায় শাখায়।

পশুরা ভিজুক বৃষ্টিজলে

পাখিরা খেলুক জল ছিটিয়ে

বনজঙ্গলের ফুলেরা হাসুক

কদম ফুলের দিকে তাকিয়ে।

চৌচির হওয়া চাষের জমি

সিক্ত হোক বৃষ্টির জলে

ধ্যানে নিবিষ্ট বকটা তার

পুটিমাছ ধরুক নিজ কৌশলে।

পূর্ববর্তী নিবন্ধকানাডায় আসবেন? কী ভিসায় আসবেন?
পরবর্তী নিবন্ধবাঙালি ঐতিহ্যের অপূর্ব নিদর্শন নকশিকাঁথা