কারিগরি সমস্যার কারণে ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে না ‘বীরকন্যা প্রীতিলতা’। তবে ডিসেম্বরের মধ্যেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আনতে চান নির্মাতা। ইতোমধ্যে চলচ্চিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৫ নভেম্বর মুক্তির দিনও ঠিক হয়েছিল।
তবে যান্ত্রিক কিছু সমস্যার কারণে শেষ সময়ে এসে মুক্তির তারিখ পেছাতে হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা প্রদীপ ঘোষ। খবর বিডিনিউজের।
অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। চলচ্চিত্রটি তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের ২০২৯-২০২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে।