বিস্ফোরক মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির পাঁচ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত পৃথক শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানান মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী।
কারাগারে যাওয়া আসামিরা হলেন-ওসমান বাদশা, আলিফ উদ্দিন প্রকাশ রুবেল, সামিয়াত আমিন চৌধুরী প্রকাশ জিসান, মহসিন কবির আপেল, ওসমান বাদশা ও মো. লিয়াকত আলী। আদালত সূত্র জানায়, ২০১৯ সালে কোতোয়ালী থানায় বিস্ফোরক মামলা(৮(১২)১৯) ও বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়। গতকাল মঙ্গলবার আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে বিশেষ ক্ষমতা আইনের একই মামলায় বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় আব্দুল মালেক প্রকাশ মালেক ইঞ্জিনিয়ার ও মো. আমিন নামে দু’জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক
পরবর্তী নিবন্ধবেড়েছে শীতবস্ত্র বিক্রি