বিশ্ব দাবা সংস্থার এশিয়া জোনের পুনরায় সভাপতি হলেন শামীম

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দাবা সংস্থার আওতাধীন দক্ষিণ এশিয়া অঞ্চলের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। গতকাল ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের আসর চলাকালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শাহাবুদ্দিন শামীম শ্রীলংকা দাবা ফেডারেশনের সভাপতিকে পরাজিত করে আগামী ২০২৬ সাল পর্যন্ত চার বছরের জন্য এই সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম মোহামেডানের সাধারন সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম গত চার বছর এই পদে দায়িত্ব পালন করেন। এবার তিনি আরো চার বছরের জন্য নির্বাচিত হলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনে তিনি দুই মেয়াদের জন্য সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের দাবায় প্রভুত উন্নতি সাধিত হয়েছে। দেশে বিদেশে নানা সাফল্য বয়ে এনেছে বাংলাদেশের দাবা। এদিকে দ্বিতীয় মেয়াদের জন্য ফিদের দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন সৈয়দ শাহাবুদ্দিন শামীমকে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আহমদ ছৈয়দ মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধকালারপোল ক্রীড়া সংস্থার শুভ সূচনা