সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর মাস শোকাবহ আগস্টের শুরুতে সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগর এবং বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে গতকাল লালদীঘি মাঠে ঐতিহাসিক ৬ দফা মঞ্চে ‘শোকের আধাঁরে দীপ জ্বলে ওঠে পিতা তোমারই ছায়ায়’ শীর্ষক স্মরণানুষ্ঠান ও সূর্যাস্তের পর ১৫ আগস্টের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সংগঠনের মহানগর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলোয়ারা ইউসুফ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া। সভায় বক্তব্য দেন, বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি আবদুল মালেক খান, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, সেক্টর কমান্ডারস ফোরামের সাহেদ মুরাদ শাকু প্রমুখ।
প্রধান অতিথি এম এ সালাম বলেন, বঙ্গবন্ধু মিশে আছেন বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। বিশ্বে মুক্তির ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে বঙ্গবন্ধুর নাম। সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব। প্রেস বিজ্ঞপ্তি।