বিশ্বকাপ সূচি তৈরির অপেক্ষায় আইসিসি

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

আগামী অক্টোবরনভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি তৈরির অপেক্ষায় আছে আইসিসি। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ। ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে বলে জানানো হলেও ফাইনালের তিনদিন কেটে গেলেও এখন প্রকাশ করা হয়নি বিশ্বকাপের সূচি। বিবিসির এক অনুষ্ঠানে আলাপকালে অ্যালার্ডিচ বলেছেন, আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। এরপর অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সাথে আলোচনা করতে হবে আমাদের। পরবর্তীতে যতটা দ্রুত সম্ভব আমরা প্রকাশ করতে পারবো। এমন ইভেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই স্বাগতিকদের সাথে একত্রে কাজ করি।

বিশ্বকাপের সূচি প্রকাশে কেন বিলম্ব হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত নন অ্যালার্ডিচ। তিনি বলেন কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে অনেক আলোচনার দরকার পড়ে। ভালো ইভেন্ট উপহার দেওয়ার জন্য স্বাগতিকদের অনেক দায়িত্ব থাকে। ভারসাম্য রেখেই তাদের এগিয়ে যেতে হবে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এই ইস্যুতে বিলম্ব হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে খোলাসা করে বলতে রাজি হননি অ্যালার্ডিচ। তিনি বলেন, যতক্ষণ না আমি সূচিটা দেখছি, ততক্ষন আমি অপেক্ষা করছি। আশা করি খুব দ্রুতই কিছু একটা দেখতে পাবো।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যাল এর পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা