২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো পাকিস্তান। আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোর মধ্যে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে পাকিস্তানে। এছাড়া ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি তারা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের যাত্রা। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। আর এই ম্যাচে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারাতে পারলে ব্ল্যাংক চেক পাবে পাকিস্তান ক্রিকেট দল।