বিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারী শিশুসহ ৪২ জন হাসপাতালে

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারীশিশুসহ ৪২ জন অসুস্থতার খবর পাওয়া গেছে; যাদের মধ্যে ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন। আগে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। খবর বিডিনিউজের। রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈন সরকার বলেন, “মফিজের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবার বিয়ে করেন। শুক্রবার সকালে অতিথিদের নাস্তা বানাতে পাশের বাজার থেকে সেমাই, চিনি আনতে গিয়ে সঙ্গে ধান ও সবজি খেতের ওষুধ থিয়োভিট (ছত্রাকনাশকভিটামিন) কিনে আনেন মফিজ। “পরে বাড়ির মহিলারা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের আস্থার ঠিকানা প্রয়াস
পরবর্তী নিবন্ধকৃষক প্রতিনিধিদের সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরের মতবিনিময়