বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন : নগরীর মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। গতকাল বিকাল ৩ টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার জন্য এইবার জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ১০০ টি কম্বল বরাদ্দ দিয়েছেন সেবামূলক কাজে সহায়তা শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আন্‌জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মওলানা ড, লিয়াকত আলী, মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুন্নবি হক্কানী, ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা তারেকুল ইসলামসহ অন্যান্যরা। এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আব্দুন্নবী হক্কানি, জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, মাদরাসার শিক্ষক তারেকুল ইসলাম।

বোয়ালখালী প্রবাসী সমাজকল্যাণ সমিতি : বোয়ালখালী প্রবাসী সমাজকল্যাণ সমিতি ওমানর উদ্যোগে বোয়ালখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে প্রবাসী ওহিদুল নবী হোসেনের সভাপতিত্বে ও কৃষক লীগ নেতা মো. গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী এস এম মাহবুবুল আলম, মো. ফোরকান, শিক্ষক আব্দুল হালিম, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মানিক, আবু ছিদ্দিক তালুকদার, মনিরুল হক, সত্যজিত সরকার পিন্টু, মোরশেদ আলম জনি ও কানু সেন।

২৪নং ওয়ার্ড : নগরীর ২৪নং ওয়ার্ড চৌমুহনীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক মোঃ রেজাউল করিম রিটনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মোঃ রেজাউল করিম রিটন বলেন, মানবতার সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখার চেষ্টা করি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতকালীন কম্বল বিতরণের মাধ্যমে জনগণের সেবায় ক্ষুদ্র প্রয়াস। শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ দুলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, মোঃ সাইফুল আলম, এ এইচ তারেক মাহমুদ সহ আরও অনেকে।

বোয়ালখালী : বোয়ালখালীতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দেশ বন্ধু সংসদ মাঠে তিনি এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মানস রক্ষিত, প্রফেসর পিপলু কুমার চৌধুরী, ইউপি সদস্য সুরেশ চৌধুরী, মো. আবদুল জলিল, সাইদুল ইসলাম, প্রবীর চৌধুরী বুলবুল, সমর কৃষ্ণ চৌধুরী ও অশোক দাশ।

চন্দনাইশসাতকানিয়া : চন্দনাইশ প্রতিনিধি জানান, চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপির পক্ষে চন্দনাইশসাতকানিয়া (আংশিক) এলাকার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২ হাজার শীতার্ত ও হতদরিদ্র পরিবারে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে এমপির একান্ত সহকারী সুব্রুত বড়ুয়া পৌরসভার স্বস্ব এলাকার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট এসব শীতবস্ত্র কম্বল তুলে দেন। এসময় দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন টিপু, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতকানিয়া গণ পাঠাগার : সাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গা মেহেদী গণপাঠাগার কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল ৩টায় আল মেহেদী আবুল বশর একাডেমি হলরুমে সম্পন্ন হয়। তরুণ সমাজ সেবক জসিম উদ্দিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোয়ারা বেগম। আবু বক্কর মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পাঠাগার পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ ইসমাইল মেহেদী, বিশেষ অতিথি ছিলেন এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নবীর হোসেন মেহেদী। বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ জুনাইদ, আমির হোসেন,আবদুল্লাহ আল নোমান, কাওসার আকতার, জেকি আকতার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল’
পরবর্তী নিবন্ধপবিত্র মিরাজ রাসুল (দ.) এর সর্বশ্রেষ্ঠ মুজিজা