পবিত্র মিরাজ রাসুল (দ.) এর সর্বশ্রেষ্ঠ মুজিজা

বিভিন্ন স্থানে মাহফিলে বক্তারা

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন : দয়াময় আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাৎ দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ।

সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতিঅপরিহর্য্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে গতকাল ঢাকা প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও মানববন্ধন শেষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। এতে বক্তব্য রাখেন আবু আবরার চিশতী, সূফী আহমদ শাহ মোরশেদ, আল্লামা জাকের আহসান, শেখ হানিফ, আওয়াল কাদেরী, মাঈনউদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান, এডভোকেট শারমিন সুলতানা, ফারজানা ইয়াছমিন প্রমুখ। সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতাআলার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস, যে শোকরিয়া না হলে নাফরমানী হবে।

বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদ : বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, পবিত্র মিরাজুন্নবী (🙂 হল মহান আল্লাহর সর্বশেষ নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। যা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। তাই মিরাজের অস্বীকার করলে কোরআন অমান্য হয় বিধায় কুফরী সাব্যস্ত হবে। গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদে পবিত্র ঈদে মিরাজুন্নবী (🙂 মাহফিলে তকরীর পেশকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। মাওলানা জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মুহাম্মদ ইসমাইল। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক কোম্পানি,হাজী আহমদ কবির, হাজী শামসুল আলম, হাজী মোহাম্মদ ইলিয়াছসহ আরো অনেকে। পরিশেষে মিলাদকেয়ামান্তে জিকিরের পর দেশজাতি তথা মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আঞ্জুমানে আশেকানে মোস্তফা : আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (সা.) তরুণ পরিষদের যৌথ উদ্যোগে গতকাল আমানবাজার চত্বরে পবিত্র জশনে ঈদে মিরাজুন্নবী (সা.) মাহফিল আল আমিন হাশেমী দরবার শরীফ কুলগাঁও সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (.জি.) সভাপতিত্বে মাওলানা মুখতার কাদেরী পরিচালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ নূরুল আমিন, প্রধান আলোচক ছিলেন আল্লামা ফরমান আলী রেজভী (মজিআ)। বক্তব্য রাখেন আল্লামা গাজী মুহাম্মদ মুঈনুদ্দীন রেজভী, হাফেজ মাওলানা কাজী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, মাওলানা আবু সালেহ আবেদী, মাওলানা হাসান উদ্দিন কাদেরী রেজভী, মাওলানা আবু সাঈদ সিদ্দিকী, মাওলানা আবু সাঈদ,আবু কায়সার আল কাদেরী, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ রাশেদুল আলম, মুহাম্মদ রাশেদ বাদশা, মুহাম্মদ শাওন, মুহাম্মদ শায়েক হাসান, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ আলী আকবর, আতিকুর রহমান, নুরুল আবছার, শহিদুল ইসলাম, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধকর্মক্ষেত্রে নারী সহকর্মী