বিপিসির সাথে সিভিওর চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সঙ্গে ন্যাপথা ক্রয়/বিক্রয়ের চুক্তি করেছে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড। চুক্তি অনুযায়ী বিপিসির অধীনস্ত ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড হতে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড বরাবরে কাঁচামাল ন্যাপথা সরবরাহ করবে। গতকাল বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে বিপিসির পক্ষে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোস্তফা কুদরুত-ই-ইলাহী এবং সিভিওর পক্ষে কোম্পানীর পরিচালক মো. এমরানুল হক স্বাক্ষর করেন ।
ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড থেকে কাঁচামাল সংগ্রহের পর চট্টগ্রামে বায়েজিদস্থ কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টে পরিশোধনের মাধ্যমে বিএসটিআই মানদন্ড অনুযায়ী উন্নতমানের সলভেন্ট উৎপাদন করে তা সরকারি প্রতিষ্ঠান বিপিসির কাছে বিক্রি করবে।
এসময় বিপিসির পক্ষে পরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা) সৈয়দ মেহ্‌দী হাসান, উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) জাহিদ হোসাইন, উপ-মহাব্যবস্থাপক (বন্টন ও বিপণন) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এবং সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানী সচিব খাজা মঈন উদ্দীন হোসেন ও ব্যবস্থাপক (হিসাব) মো. ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : মেয়র
পরবর্তী নিবন্ধইমাম মুসলিমে সেন্টারের শিক্ষার্থীদের দর্‌স প্রদান