বিদ্যুৎস্পৃষ্টে চুয়েটের নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রাউজানের চুয়েট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নারায়ন কর (৫২)। তিনি উপজেলার পোমরা তালুকদার পাড়া এলাকার ডা. মতিলাল কর বাড়ির মৃত যতিন্দ্র করের ছেলে। তিনি চুয়েটের শেখ রাসেল হলে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাতিজা বিজয় কর জানান, নারায়ন কর দীর্ঘ ৩০ বছর ধরে চুয়েটে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। চুয়েটের সীমানা প্রাচীরের সাথেই তিনি ধুন্দুল ক্ষেতের চাষাবাদ করেছিলেন। বুধবার সকালে তিনি ক্ষেতে সবজি তুলতে গিয়েছিলেন। এসময় ক্ষেতের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির ছিড়ে পড়া তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। তার পরিবারে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে জানান বিজয়।
চুয়েট স্টাফ এ্যসোসিয়েশনের সাবেক সম্পাদক মাসুদ হোসেন রুবেল বলেন, কিছুদিন পূর্বেও বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই খুঁটির গোড়া পুড়ে গর্ত হয়ে গিয়েছিল। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এর কোন ব্যবস্থা নেয়নি। এবার এই খুঁটির তারে জড়িয়ে আমাদের সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি দুঃখজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই অনুপম দাশ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ও আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ৭
পরবর্তী নিবন্ধ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ শিকার বন্ধ