বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা গতকাল ২৬ ডিসেম্বর ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা সাইক্লিং দল ৪,০০০ মিটার মাউন্টেন (মহিলা) ইভেন্টে ১টি স্বর্ণ এবং ৪,০০০ মিটার মাউন্টেন (পুরুষ) ইভেন্টে রৌপ্য পদক অর্জন করে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিশা আঞ্জুম জুম প্রথম হন। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজারের দয়িত্বে ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. এনামুল হক এবং প্রশিক্ষকের দয়িত্বে ছিলেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু। প্রেস বিজ্ঞপ্তি।