বিজয় আমাদের সবার

জায়তুন্নেছা জেবু | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে
বিজয় আমাদের পাওয়া,
লাল সবুজের পতাকা ওড়ে
আজ বিজয়ের গান গাওয়া।

বিজয় আমাদের শিখিয়েছে
বিশ্বের বুকে মাথা উঁচু,
হানাদারেরা পরাজয় মেনে
করতে পারল না কিছু।

বিজয় আমাদের দিয়েছে
স্বাধীন, সার্বভৌম দেশ,
সত্য ও ন্যায়ের প্রতীক
মানচিত্রে আছে বেশ

বিজয়ের দেশে আছি আমরা
বিজয় আমাদের অহংকার,
বীর বাঙালি, বীর গাঁথার
বিজয় আমাদের সবার।

পূর্ববর্তী নিবন্ধবিজয় এল
পরবর্তী নিবন্ধশহরতলির গোলচত্বরে