বিজিএমইএ পরিচালক এবং এনজিও ও এসইডিএফবিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী বলেছেন, বর্তমানে পুষ্টি নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি বেসরকারিখাত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছে। গেইন–বিজিএমইএ আজকে যে কর্মশালার আয়োজন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের মোট রপ্তানির প্রায় ৮৪% আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্য, পুষ্টি, কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি গতকাল রোববার বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কর্মী পুষ্টি ও ক্ষুধামুক্তির অঙ্গীকার’ শীর্ষক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান সচিব (পিআরএল) এবং ক্যাবের সভাপতি এএইচএম শফিকুজ্জামান বলেন, আমাদের দেশে কারখানাগুলোতে বহু শ্রমিক কাজ করে। এদের মধ্যে বেশিভাগই পুষ্টিহীনতায় ভোগে। ইতিমধ্যে গেইন বিভিন্ন কারখানায় শ্রমিকদের পুষ্টির মানোন্নয়নে কাজ করছে। বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোস্তান হোসেন, ফ্যাশন অব ওয়ালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী, এনজিও ও এসইডিএফ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক মো.আনোয়ার হোসেন, চট্টগ্রাম শ্রম অধিদপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন, কল–কারখানা অধিদপ্তরের উপ–মহাপরিদর্শক মাহবুবুল হাসান, শ্যারন ছুঁ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী শফিকুল ইসলাম (টিটু), কৃষাণ নিটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির আহমেদসহ গেইন, বিজিএমইএ ও বিভিন্ন পোশাকশিল্পের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।