বিক্ষোভের অধিকার সবার আছে, বিশৃঙ্খলার নয় : বাইডেন

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমরা একটি সুশীল সমাজ। ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ মে) হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বাইডেন। খবর বাংলানিউজের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা একটি কর্তৃত্ববাদী জাতি নই, যেখানে জনগণকে চুপ করিয়ে দিই বা ভিন্নমত দমন করি। তবে আমরা আইনহীন দেশও নই। শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, বিক্ষোভ করার অধিকার সবার আছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার নেই। মানুষের শিক্ষা পাওয়ার অধিকার আছে, ডিগ্রি পাওয়ার অধিকার আছে। হামলার ভয় ছাড়াই নিরাপদে ক্যাম্পাসে আসাযাওয়ার অধিকার আছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে চলমান ‘গণহত্যা’ বন্ধে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। এতোদিন ধরে চুপ থাকলেও অবশেষে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাইডেন। তথ্যসূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পুরুষদের বিদেশে কাজ করতে যেতে বাধা
পরবর্তী নিবন্ধঅধ্যাপকের পাঁজরের হাড়-হাত ভেঙে দিয়েছে পুলিশ