বিএমএ চট্টগ্রাম শাখার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মেডিকেল সেন্টারের চিকিৎসক রিয়াজ উদ্দিনের ওপর হামলায় তার সাব কংজাংটিভাল হেমোরেজ (চোখে তীব্র রক্তক্ষরণ) দেখা যায়। পাশাপাশি তিনি মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছেন। এর আগে গত ১০ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রক্তিম দাশের ওপরও হামলার ঘটনা ঘটেছে। তিনিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটিতে পণ্য খালাস কম, বেড়েছে কন্টেনারের সংখ্যা
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতাকে সেবা দিতে দেরির অভিযোগ, চিকিৎসককে মারধর