বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ ১২ অক্টোবর

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

পিছিয়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশের সময়সূচি। নতুন সময় অনুযায়ী এ সমাবেশ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। এর আগে দলটির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ৮ অক্টোবর এ সমাবেশ হওয়ার কথা ছিল। গত ২৮ সেপ্টেম্বর দেয়া এ ঘোষণার প্রেক্ষিতে ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সমাবেশের বিষয়ে অবহিত করে চিঠিও দেয় দলটি। এতে নগরের কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ আয়োজনের কথা বলা হয়। এদিকে গতকাল বিকেলে সমাবেশকে ‘সফল’ করতে প্রস্তুতি সভাও করে বিএনপি। এতে কেন্দ্রীয় ও বিভাগের আওতাধীন সাংগঠনিক জেলার নেতারা অংশ নেন। প্রস্তুতি সভা থেকেও সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ গত রাতে বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নেতারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তারিখ পেছানোর সিদ্ধান্ত নেন।
বিষয়টি নিশ্চিত করে গণসমাবেশ বাস্তবায়নে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দৈনিক আজাদীকে বলেন, ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে সমাবেশের তারিখ পিছিয়েছি। ১২ অক্টোবর সমাবেশ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জনস্বার্থ ইস্যুতে চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ‘গণসমাবেশ’ করবে বিএনপি। চট্টগ্রাম থেকে শুরু হওয়া গণসমাবেশ ডিসেম্বর মাসে রাজধানী ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসবেশের মাধ্যমে শেষ হবে কর্মসূচি। মাঝখানে ১৫ অক্টেবার অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগে গণসমাবেশ হবে।