বিএনপির ঈদ উপহার বিতরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দলের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মী আন্দোলন চলাকালে আহত হয়েছেন, কারাবরণ করেছেন এবং কারাবন্দী যেসব নেতাকর্মী মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার দেয়া হচ্ছে বলে দলটির নেতাকর্মীরা জানিয়েছেন।

এর মধ্যে গতকাল বুধবার নগরের সেগুন বাগান এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের সময় সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতা শাহ আলম মনুকে ঈদ উপহার তুলে দেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে একদিকে দলীয় সন্ত্রাসী, অন্যদিকে রাষ্ট্রীয় বহিনীকে গুম, খুনে ব্যবহার করছে। দেশের প্রতিবাদী জনগণের উপর জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, গুমখুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না। দেশের জনগণ গুম, খুন ও নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠেছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুর রহমান স্বপন, মনিরুল ইসলাম মনিরসহ নেতাকর্র্মীরা।

দক্ষিণ জেলা বিএনপি : গত ২৮ অক্টোবর ঢাকা সমাবেশে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে কারা হেফাজতে মৃত্যুবরণকারী মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাপুর রহমানের পরিবারের কাছে গতকাল ঈদ উপহার তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান। এসময় তিনি বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। জনগণকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে এ সরকারকে আমরা পরাজিত করবো। এখন অপেক্ষা শুধু জয়ের। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, মোহাম্মদ আজম, গিয়াস উদ্দিন ভূঁইয়াসহ নেতাকর্মীরা।

নগর যুবদল : দলের বিভিন্ন পর্যায়ে ‘নির্যাতন’ এর শিকার দলীয় কর্মীদের হাতে গতকাল উপহার সামগ্রী তুলে দেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এসময় তিনি বলেন, বাংলাদেশে বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতনের ইতিহাস সৃষ্টি করেছে সরকার। এই নির্যাতনের ধারাবাহিকতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে উপস্থিত ছিলেন নুর আহমদ গুড্ডু, সাহেদ আকবর, ফজলুল হক সুমন, মোহাম্মদ আলী সাকিসহ নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধনিলামে বিক্রি হল বাংলাদেশ ব্যাংকের ২৫ কেজি স্বর্ণ
পরবর্তী নিবন্ধমাহমুদ আব্বাসকে শেখ হাসিনার চিঠি