বায়েজিদ থেকে চোরাই ১০৭ কেজি ক্যাবল উদ্ধার, চক্রের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নগরে সরকারি টেলিফোন সংযোগে ব্যবহৃত আন্ডার গ্রাউন্ড ক্যাবল চুরি করার সময় আবদুর রহিম (৩৭) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে চুরিকৃত ১০৭ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার বায়েজিদ থানার হাটহাজারী রোডের মির্জাবো স্টীলস লিমিটেডের সামনে থেকে আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরচক্রের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু