বাহোপ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘টিউমার ও ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথিক প্রতিবিধান’ বিষয়ক বিজ্ঞান সেমিনার বাহোপ জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নগরীর চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাহোপ জেলার সহসভাপতি ডা. আব্দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ুডা. মোহাম্মদ এনামুল হক। বাহোপ চট্টগ্রাম জেলা প্রচার সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডা. খাইরুন্নেসা মুন্নী, ডা. অমিতা দেবী, ডা. এমএ ফজল, ডা. এইচ.এম ওমর ফারুক, ডা. মোহাম্মদ মুছা, ডা. কাবেরী বড়ুয়া, প্রভাষক ডা. রাহনুমা আকতার সুখী, ডা. এম.এ জিন্নাহ, ডা. ফারজানা বাহার, ডা. তাহমিনা আকতার, মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, হোমিওপ্যাথি যেহেতু রোগ নয়, রোগীর চিকিৎসা করে, তাই টিউমার ও ক্যান্সারের চিকিৎসায় লক্ষণ সমষ্টিভিত্তিক চিকিৎসা দিলে আদর্শ আরোগ্য নিশ্চিত করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নগদ টাকাসহ মাদককারবারী আটক