দেশে বাল্যবিয়ে দিন দিন বেড়েই চলেছে। করোনাসৃষ্ট দুরবস্থার জেরে গ্রাম ও শহরে কন্যাশিশুকে জোর করে বিয়ে দিচ্ছেন মা-বাবা। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের ৪০ লাখ কন্যাশিশুকে বাল্যবিয়ের ঝুঁকিতে ফেলেছে করোনা মহামারী। স্কুল বন্ধ থাকা, অভাব বেড়ে যাওয়াসহ করোনা সম্পর্কিত নানা কারণে বাল্যবিয়ের ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের বিপুল সংখ্যক কন্যাশিশু। বাল্যবিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সুখের হয় না। বাল্যবিয়ে দেশে মা ও শিশুমৃত্যুর মূল কারণ ১৮ বছরের কম বয়সীদের মা হওয়া। কিশোরী মায়ের মৃত্যুঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চারগুণ বেশি! তাই বাল্যবিয়ে রোধে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে- এটিই প্রত্যাশা।
আল-আমিন আহমেদ, শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।