বালকে কুমিল্লা ও বালিকায় খাগড়াছড়ি চ্যাম্পিয়ন

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব২০২৫’ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব১৭ বালক ও বালিকার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ৮ ফেব্রয়ারি নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক (অনূর্ধ্ব১৭) বিভাগে কুমিল্লা জেলা ২১ গোলে বান্দরবান জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দিনের অপর ম্যাচে বালিকা(অনূর্ধ্ব১৭) বিভাগে খাগড়াছড়ি জেলা টাইব্রেকারে ৩১ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার সকল জেলা ও মহানগরসহ ২৪টি দলের বালক ও বালিকা খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রাম মুহাম্মদ আনোয়ার পাশা। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রিদুয়ানুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস. এম. গিয়াসউদ্দিন বাবর, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম, জেলা ক্রীড়া অফিসার, খাগড়াছড়ি হারুন আর রশিদ, জেলা ক্রীড়া অফিসার, বান্দরবান মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ ও তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামের ফুটবল অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতায় ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম প্রভাষকবৃন্দ মো. সাইফুল্ল্যা মুনির, মো. জহিরুল ইসলাম, চঞ্চাল বিশ্বাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমারুফ দ্রুততম মানব, চট্টগ্রাম বিভাগ রানার আপ
পরবর্তী নিবন্ধউপদেষ্টা ফারুক ই আজমকে স্মারকলিপি দিলেন চট্টগ্রামের ক্রীড়াসংগঠকবৃন্দ