বারৈয়ারহাটে ইয়াবাসহ ২ নারী আটক

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ দুই নারী আসামিকে আটক করা হয়েছে। গতকাল রোববার জোরারগঞ্জ থানার এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ১১০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ টাকার ও বেশি।
আটককৃত আসামিরা হলেন ছেনোয়ারা বেগম (৩৫), স্বামী মো. সোলেমান, পিতা-মৃত মো. ইমতিয়াজ আলী, জেলা- শেরপুর । অপর আসামি হল ছলিমা খাতুন (৩৮), স্বামী মো. হানিফ, থানা- টেকনাফ, জেলা কক্সবাজার। আটককৃত দুই আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সংলাপ
পরবর্তী নিবন্ধবাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ