বারৈয়ারঢালা ইউপিতে সন্ত্রাসী হামলা

সকল সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ইউপি কার্যালয়ে সেবা নিতে আসা এক যুবককে ধরে নিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বারৈয়ারয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে অনেক মানুষ বিভিন্ন সেবা নিতে আসেন। মঙ্গলবার সকালে চেয়ারম্যান কার্যালয়ে ঢুকে সেবা প্রার্থী অভিকে বহিরাগত কিছু সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে বাইরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় তাকে মারধরও করা হয়। এ সময় ইউপি কার্যালয়ের বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে সন্ত্রাসীরা। চেয়ারম্যান এর প্রতিবাদ করলে চেয়ারম্যানকেও প্রকাশ্যে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।
চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, ৬নং ওয়ার্ডের চিহ্নিত ১০-১২ জনের এক দল সন্ত্রাসী অফিস কক্ষে ঢুকে সেবা প্রার্থী অভিকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে আমাকেও হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। ভাংচুর করে অফিসের আসবাবপত্রও। তিনি আরও বলেন, আমি যেখানে নিরাপত্তাহীনতায় আছি, সেখানে ইউনিয়নবাসীকে কতটুকু নিরাপদ রাখতে পারবো তা নিয়ে শঙ্কায় আছি। সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি। এছাড়া ফেসবুক লাইভে এসেও সেবা কার্যক্রম বন্ধের ঘোষণাটি সবাইকে জানিয়ে দেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভি নামে এক সেবা প্রার্থীকে পূর্বের বিরোধে মারধরের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, চেয়ারম্যান অফিসে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম কোনো মতেই মেনে নেওয়া যায় না। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে চেয়ারম্যানকে সেবা কার্যক্রম চালিয়ে যেতে বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপুরনো সিদ্ধান্ত নতুন করে শুরুর প্রক্রিয়া
পরবর্তী নিবন্ধসার্বজনীন পেনশন আইনের খসড়া প্রকাশ