চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত বারকোড-রিটজি গ্রুপ বিলিয়ার্ড, স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ নভেম্বর রাতে ক্লাব অডিটরিয়মে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নাদের খান। অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদ্বয় বারকোড রেস্টুরেন্ট গ্রুপের এমডি, চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং রিটজি গ্রুপ এবং রিটজি এ্যাপারেলস লিমিটেডের এমডি ক্লাব মেম্বার মীর্জা মো. জামশেদ আলী, ক্লাব মেম্বার মীর্জা মোহাম্মদ আকবর আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ। অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটির মেম্বার যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবীব রনি, মাহাবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম, মোহাম্মদ আজিজুল হাকীম, এ এ, এম, ইমতিয়াজ চৌধুরী রকি, এবং স্নুকার সাব কমিটির কনভেনার নুর উদ্দিন জাবেদসহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাসি বিন রিয়াজ।