বাবা

ইসমত আরা খানম কোহিনুর | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাবা মানে….
স্নেহ মমতার অফুরন্ত খনি,
অতৃপ্ত আত্মার অনুপম দোসর
আমার সুখের দিনের মিষ্টি সঙ্গী
দুঃখ দিনের অতিশয় সান্ত্বনা–

আমার মাঝে যা কিছু ভালোর বসতি-
বই পড়া, লেখালেখি, শিল্পকর্ম-
সারল্য, সদালাপ, পরার্থে নিমগ্নতা
সে আমার বাবা’নামক ইমারতের বিচূর্ণ…

আমার অস্তিত্ব গঠনের অনুঘটক
নিঃস্বার্থ নির্মল অবিভাবক,
আদর্শ শিক্ষাগুরু, নিরাধার আধার
আতান্তরে নিরাপত্তার সুদৃঢ় বলয়..
সে আমার বাবা…

পূর্ববর্তী নিবন্ধবাবা আমার বাতিঘর
পরবর্তী নিবন্ধবাবা সুপার হিরো