বাবা আমার বাতিঘর

রূপক কুমার রক্ষিত | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাবা আমার সোহাগ ভরা
সবার সেরা সাথী,
দুঃখের দিনে বুকে নিয়ে টেনে
জ্বালায় সুখের বাতি।
পৃথিবীর কোলে যার হাত ধরে
শুরু হয় পথ চলা,
জীবনের আঁধার তাড়াতে বাবার
প্রদীপ হয়ে জ্বলা।

বাবা আমার পৃথিবীর সেরা
শক্ত একটি হাত,
নিরাপদ এক আশ্রয়ে মনের
ভয় হয় নিমেষে নিপাত।
শত কষ্টে শতেক আবদার
ঘুচায় অবলীলায়,
বিপদের কালে সুরক্ষায় রাখে
মমতার মিষ্টি ছায়ায়।

বাবা যে আমার নির্ভরতা
মাথার উপরে ছাদ,
শেষ বিকেলের বটের ছায়া
অফুরান আশীর্বাদ।
শত শাসনে গভীর যতনে
নিবিড় ভালোবাসা,
কঠিন সময়ে দুরূহ বিষয়ে
একটি মাত্র ভরসা।

বাবা যে আমার শ্রেষ্ঠ শিক্ষক
স্বপ্নের কারিগর,
জীবনতরীর প্রাণের মাঝি
জীবনের বাতিঘর।
ধাপে ধাপে সেরা স্বপ্নগুলো
কৌশলে সাজিয়ে রাখা,
জ্ঞানের আকাশে বুদ্ধির বিকাশে
বিশ্বকে গুছিয়ে দেখা।

বাবা যে আমার শ্রমের শেষে
বাড়ি ফেরা হাসিমুখ,
অশ্রু লুকিয়ে ঘাম মুছে দেখা
প্রীতিগাথা একটু সুখ।
কৃপণতা সাথে নিজেকে ঠকায়ে
তিলে তিলে শুধু ক্ষয়,
ইচ্ছায় হেরে আনন্দে দেখা
সন্তানের কীর্তি বিজয়।

পূর্ববর্তী নিবন্ধবাবা ও স্বপ্ন
পরবর্তী নিবন্ধবাবা