নগরীর খুলশী থানাধীন মাস্টার লেইন এলাকায় পারিবারিক কলহের জেরে মারওয়া সুলতানা নাসরিন নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১০ টায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মারওয়া সুলতানা নাসরিন খুলশীর মাস্টার লেইন এলাকার মনির হোসেনের মেয়ে। সে সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ দ্বাদশ শ্রেণীতে পড়তো। খুলশী থানার উপ–পরিদর্শক (এসআই) রাজিব দে জানান, বাবা–মা বকা দেওয়ায় ওই ছাত্রী নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমরা খবর পেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করেছি।











