বান্দরবান সীমান্তে মিয়ানমারের মর্টারশেলে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৩ পূর্বাহ্ণ

বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টারশেলে মো. ইকবাল নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে এ বিস্ফোরণ হয়।

এসব ঘটনায় সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

স্বজনরা জানান, সকালে সীমান্ত এলাকায় গরু চড়াতে যান স্থানীয় কয়েক যুবক। এক পর্যায়ে গরু সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অংশে ঢুকে পড়ে। তারা গরু ফিরিয়ে আনতে ওপারে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে ফের মিয়ানমার বাহিনীর মর্টার-গুলি
পরবর্তী নিবন্ধহত্যাকাণ্ডে ব্যবহৃত টিপ ছোরা উদ্ধার