বান্দরবানের থানচিতে দর্শনীয় স্থান নাফাকুম খালের পানির স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দর্শনীয় পর্যটন স্পট নাফাকুম ঝর্ণা দেখতে হেঁটে যাওয়ার পথে খালের পানির স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তার নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। তিনি ঢাকার উত্তরার বাসিন্দার কাজী জহিরুল ইসলামে ছেলে। স্থানীয় পর্যটক গাইড শ্রাবন ত্রিপুরা বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে শুক্রবার বেলা আড়াইটা ঢাকা থেকে ভ্রমণে আসা ১৩ জনের একটি পর্যটক গ্রুপকে নিয়ে হেঁটে নাফাকুম ঝর্ণা ভ্রমণে রওনা হয়। নাফাকুম পৌঁছার আগেই সাইগংয়ান নামক স্থানে পৌঁছলে খাল পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায় সে। পর্যটক স্পটে ভ্রমণ ও সফর সঙ্গী ও স্থানীয়রা অনেক খোঁজাখোঁজি পরও তাকে পাওয়া যায়নি। বিষয়টি রেমাক্রি বাজার বিজিবি ক্যাম্পে জানালে তৎক্ষনিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তি উদ্ধারে জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।