জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার সকালে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীর সাথে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাস, পৌর মেয়র সামশুল ইসলাম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।