বাঙাল নয় বাঙালি আজ

নিশাত হাসিনা শিরিন | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

বিশেষ দিনে বাঙ্গালীপনা
যুগের ধারণ বৈকি!
বৈচিত্র্যে বিশ্বাসী মানুষ নূতনত্বের স্বাদে বিভোর
প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিশ্রণে
বাঙালি অতি আধুনিক-উদার।
মেনে নেওয়ার মানসিকতা আকাশসম।
নিজস্ব ঐতিহ্যের অস্তিত্ব-স্বাদ, গন্ধ-আলাদা কিছু নয়!
দৃষ্টিভঙ্গির প্রসারতায় বাঙাল নয়-বাঙালি আজকাল!
আধুনিকতার পাখনায় ভর করে পৌঁছে যাচ্ছে ধীরে-
তথাকথিত সভ্যতার শীর্ষে।
পূর্ব পুরুষের জারি সারি, বাউল, ভাটিয়ারী সুরে মেটেনা তৃষ্ণা;
নষ্টালজিয়ায় কাটেনা নির্ঘুম রাত নির্জনে।
বিবেক নিয়েছে বিদায়,
ভোতা ইন্দ্রিয় সুড়সুড়ি দেয় না অনুক্ষণ
ভেতরের মানুষটি ঘুমায় বেঘোরে।
একুশ, মার্চ, একাত্তর ডিসেম্বর— অনেক পুরনো সাতকাহন!
অতীত ইতিহাস নাড়াচাড়া করে পিছিয়ে পড়া
বোকামী নয় কি?
ঐতিহ্য-সংস্কৃতি-ইতিহাস সব আজ আস্তাকুঁড়ে পড়ে থাক
বাঙালি এগিয়ে যাবে দাপটে সগৌরবে—
ভিত্তি মজবুতের তোয়াক্কা করে কে?
অতীত টানে না, শেকড়ও খোঁজে না;
যুগের হাওয়ায় ভাসে বাঙালি,
জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ,
উৎসব আমেজ দেশজুড়ে।

পূর্ববর্তী নিবন্ধপোস্টমর্টেম রিপোর্ট বলে শিশুটি বেঁচে নেই
পরবর্তী নিবন্ধচিনাসুখানিয়া