নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ রওশন আরা (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া পুলিশ। গ্রেপ্তারকৃত রওশন আরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণপুরীর সৈয়দপুরের আনালকের স্ত্রী। রোববার রাতে ইসহাকের পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, উদ্ধার করা গাঁজার মূল্য ৪ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।