বাইশারীতে আগুনে পুড়ল ৮ দোকান

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুনে পুড়েছে ৮ দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে দাবি ক্ষতিগ্রস্তদের। গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাইশারী বাজারের একটি দোকান থেকে সূত্রপাত হয়ে আগুন মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে বাজারের ৪টি দোকান এবং পাশ্ববর্তী ৪টি বসতবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাশ্ববর্তী আরও কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন সাহা জানান, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক বলা মুশকিল। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে শুকনো খাবার দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বিজয় নিশান’ : চট্টগ্রাম জেলা প্রশাসনের সমৃদ্ধ প্রয়াস
পরবর্তী নিবন্ধরাঙামাটির ৯ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ভোটকর্মীরা যাচ্ছেন হেলিকপ্টারে