বাংলা প্রচলন উদ্যোগের ৩টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সানমার ওসান সিটি, জিইসি মোড় ও ওয়াসার মোড়ে পথ সভায় বক্তারা অবিলম্বে নামফলক বাংলায় করার দাবি জানান। গত বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত পথসভায় দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফী খান, গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, কাজী রাজেস ইমরান, ফরহাদুল হাসান মোস্তফা, চৌধুরী জসিমুল হক, নারায়ন দাশ, জানে আলম, আবদুল মাবুদ, ব্যানার্জী, সহিদ ইমরান শিসু, কাইছার উদ্দিন, মো. সায়েম, মো. আলী বাবুল ও নিজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।