বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর খুরশীদ ও হাবিব

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম এবং প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পেয়েছেন। তাদের দুজনকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দিয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, দুই ডিজি নিয়োগের প্রজ্ঞাপন পেয়েছে বাংলাদেশ ব্যাংক। আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর হবে। খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমান দুজনই বর্তমানে গ্রেড১ পদে চাকরি করছেন। খবর বিডিনিউজের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাদের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাক-সৈয়দ বায়তুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘ব্যক্তিত্বে সৃষ্টিতে চট্টগ্রাম’ গ্রন্থ সমাজকে আলোর পথ দেখাবে