উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আসন্ন নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শেরপুরের এ অভিজ্ঞ ক্রিকেটার। আগামী ২১ নভেম্বর থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। এর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এ দুই মিশনের জন্য একসঙ্গে ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের দল। আজ শুক্রবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের। আগামী ১১ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। এরপর ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র, ২৫ নভেম্বর থাইল্যান্ড ও ২৯ নভেম্বর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।