বাংলাদেশে চীনা টিকার প্রয়োগ শুরু

| বুধবার , ২৬ মে, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

ঢাকার চারটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেহে প্রয়োগের মধ্য দিয়ে চীন থেকে আসা সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে বাংলাদেশে। গতকাল মঙ্গলবার সবার আগে এই টিকা নেন ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা। ঢাকা মেডিকেল ছাড়াও মুগদা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিকেল কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, যারা ফ্রন্টলাইনার, তাদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেডিকেল শিক্ষার্থী, বিশেষ করে ফিফথ ইয়ারে যারা আছেন, তাদের টিকা দিয়ে সুরক্ষিত করতে হবে। তারা ইন্টার্ন শেষে বিভিন্ন হাসপাতালে মানুষের সেবা দেবেন। খবর বিডিনিউজের।
এতদিন বাংলাদেশে দেওয়া হচ্ছিল শুধু ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড। কিন্তু ভারত রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশকে এখন নতুন উৎস থেকে টিকা আনার চেষ্টা করতে হচ্ছে। এর অংশ হিসেবে সিনোমফার্মের বিবিআইবিপি-করভি এবং রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। গত ১২ মে সিনোফার্মের টিকার ৫ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছায়, যা চীন সরকার উপহার হিসেবে পাঠিয়েছে। আরও ৬ লাখ ডোজ টিকা চীন উপহার হিসেবে দেবে বলে জানিয়েছে। কোভিশিল্ডের মত সিনোফার্মের টিকাও নিতে হবে দুই ডোজ করে। উৎপাদকদের ভাষ্য, পরীক্ষামূলক প্রয়োগে তাদের টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে।
প্রাথমিকভাবে ঢাকার চার মেডিকেল কলেজের এক হাজার শিক্ষার্থীকে সিনোফার্মের টিকা দেওয়া হবে। যেহেতু বাংলাদেশে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ আগে হয়নি, সেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী প্রথম টিকা পাওয়া ওই এক হাজার জনকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
সব ঠিক থাকলে দশ দিন পর দেশের অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে ব্ল্যাক ফাংগাসের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি সবার সঙ্গে কথা বলছি বিষয়টি নিয়ে। কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলেছি, ব্ল্যাক ফাংগাসের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরির নির্দেশ দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধবাবুলের ব্যাপারে কৌশলী ধীরে এগোচ্ছে পিবিআই
পরবর্তী নিবন্ধমধ্যরাতে হালদায় নমুনা ডিম