জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড আছে টাইগারদের। তবে শক্তির বিচারে ওসব সিরিজে দল দুটি আন্তর্জাতিক মানের ছিল না। তাই বিদেশের মাটিতে সিরিজ জয়ের যে মাহাত্ম্য, তার খানিকটা পাওয়া গেলেও পুরোপুরি পাওয়া যায়নি। তবে এবার সেই পূর্ণ তৃপ্তি বা স্বাদ আস্বাদনের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। সঠিক মাহাত্ম্য নিয়ে এবার বিরল এক টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সেই বিরল রেকর্ডটি সত্যি সত্যি গড়তে পারবেন কিনা মোমিনুল হকের দল তা সময়ই বলে দেবে।
মাউন্ট মঙ্গানুইয়ে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং; সবগুলো ডিপার্টমেন্টে অসাধারণ নৈপূণ্য প্রদর্শণ করে প্রথমবারের মত টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর গৌরব অর্জন করেছে বাংলাদেশ। তাও তাদেরই মাটিতে। পুরো টেস্টেই দাপট দেখিয়ে জিতেছে শেষ পর্যন্ত ৮ উইকেটে। সেই জয়ের পর আনন্দের আতিশয্যে হারিয়ে যাননি অধিনায়ক মোমিনুল হক। বলেছিলেন, এই জয়ে আনন্দিত না হওয়ার চেয়ে সামনের দিকে তাকাতে চাই আমরা। হ্যাগলি ওভালে যদি বাংলাদেশের টেস্ট ম্যাচটি জয় সম্ভব না হোক, অন্তত ড্রও করতে পারে, তাহলেই সৃষ্টি হবে ইতিহাস। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলটির বিপক্ষে সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলবে টাইগার বাহিনী। প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার তাসকিন আহমেদ খুবই আত্মবিশ্বাসী, ক্রাইস্টচার্চেও জিতবেন তারা। তবে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে নিউজিল্যান্ড, এটা খুবই স্বাভাবিক। ঘরের মাঠে সিরিজ পরাজয়ের লজ্জা এড়াতে তারা মরনপণ লড়াই করবে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যাটারদের ঘায়েল করার জন্য সবুজ উইকেট তৈরি করছে নিউজিল্যান্ড। বিশেষ করে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল সান্টনার, নেইল ওয়াগনারদের আগুন বোলিংয়ে যেন কুপোকাত হয় টাইগার ব্যাটাররা, সে জন্যই সবুজের ফাঁদ তৈরি করছে কিউইরা। তাই কিছুটা শঙ্কা কাজ করছে বাংলাদেশ শিবিরে। তবে সবচেয়ে বড় কথা হলো, ক্রাইস্টচার্চে বাংলাদেশ হেরে গেলেও সিরিজে পরাজয় হচ্ছে না এবার আর। বড়জোর সিরিটা ড্র হবে।