সিপাহী জনতা অভ্যুত্থান দিবস উপলক্ষে জাসদ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে সুপ্রভাত মিলনায়তনে গতকাল শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে এবং জাসদের সহযোগিতায় সিপাহী জনতার অভ্যত্থান সূচিত হয়েছিল, লক্ষ্য ছিল জাতির জনকের হত্যাকাণ্ডের মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতায় আসীন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে উৎখাত করে বাংলাদেশকে পুনরায় একটি গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়া। কিন্তু সেই অভ্যুত্থান সফল হতে পারেনি। ফলশ্রুতিতে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ পদানত থাকে মুক্তিযুদ্ধ বিরোধীর হাতে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অদম্য সাহস এবং চরম প্রতিকূল অবস্থা মোকাবেলা করার অপরাজেয় ইচ্ছা শক্তির কারণে এবং মুক্তিযুদ্ধের চেতনাবাহী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ নেতৃত্বে সম্ভব হয় ক্ষমতা থেকে প্রতিক্রিয়াশীল চক্রের উচ্ছেদ। এর ফলে বাংলাদেশ নানা ক্ষেত্রে সাফল্যের মুখ দেখেছে। বর্তমান করোনা মহামারির দুর্যোগেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। এই সবকিছু ইতিবাচক হলেও বাংলাদেশের বিপদ কাটেনি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাবুল। মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন-উর-রশিদ, বান্দরবান জেলা জাসদের সভাপতি সুযসময় চৌধুরী, হাজী সোলেমান, হারুন-উর-রশিদ, মাহাতাবুল হক, কাজী দোলন, নুরুল আবছর, সামশুদ্দিন, ফারুক আহমদ, হাসান শহীদ রানা, আকরাম হোসেন, জসিম উদ্দিন, আবুল কালাম, মো. হাসান, শহিদুল আলম, কামাল উদ্দিন, মো. এনায়েত, তুষার বড়ুয়া, মো. আরিফ প্রমুখ। সঞ্চালনা করেন, শহীদুল ইসলাম রিপন। প্রেস বিজ্ঞপ্তি।